শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শাস্ত্রীয় নৃত্য উৎসবে ওয়ার্দা

শোবিজ প্রতিবেদক

শাস্ত্রীয় নৃত্য উৎসবে ওয়ার্দা

ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নৃত্য উৎসব ১৪২৬’। গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে বসে এ আসর। এ উৎসবে কত্থক, ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরী ও গৌড়ীয় নাচ প্রদর্শিত হয়। এই উৎসবের অন্যতম চমক ছিল মনিপুরী নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও ধৃতি নর্তনালয়ের সুদক্ষ নৃত্যশিল্পী বাবরুল আলম চৌধুরীর নৃত্য পরিবেশনা। ছিল ধৃতি নর্তনালয়ের পরিবেশনা ‘দশাবতার’। এ ছাড়াও পারফর্ম করেছেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা ও মোহাম্মদ মাসুম হুসাইন। ওয়ার্দা তার দল ধৃতি নর্তনালয় নিয়ে মণিপুরী নাচ করলেও প্রেমা আর মাসুম একক মণিপুরী ও কত্থক নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া মণিপুরী নাচে অংশ নেন ছায়ানট, অ্যাকাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস ও তামান্না রহমানের নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র ও বাবরুল আলম চৌধুরী। কত্থক নাচে অংশ নেন মুনমুন আহমেদের রেওয়াজ পারফর্মাস স্কুল ও সাজু আহমেদের কত্থক নৃত্য সম্প্রদায়।

সর্বশেষ খবর