বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় সাবিনা ইয়াসমিন

শোবিজ প্রতিবেদক

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় সাবিনা ইয়াসমিন

সম্প্রতি এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহায়তার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবিনা ইয়াসমিন।

বাংলা গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। প্রায় চার দশক ধরে দেশাত্মবোধক গান থেকে শুরু করে বাংলা গানের বিভিন্ন ধারায় তার দীপ্ত পদচারণ। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য অর্জন করেছেন ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সাফল্যের ঝুলিতে রয়েছে একুশে পদক, স্বাধীনতা পদকসহ নানা সম্মাননা।   সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন মহানুভবতায় ও উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর প্রতি অজস্র কৃতজ্ঞতা জানাচ্ছি এন্ড্রুকে সহযোগিতা করার জন্য। বরাবরই তিনি যেভাবে সব শিল্পীর পাশে থাকেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। আমরা এন্ড্রুকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম। বিশেষ করে তার চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে। কীভাবে কী করব বুঝে উঠতে পারছিলাম না! এর মধ্যে এন্ড্রু চিকিৎসা ব্যয়ের অর্থ জোগাতে তার ফ্ল্যাটও বিক্রি করে দেয়। আর আমরা যা পেরেছি, দিয়েছি। তবে সেটা ছিল অপ্রতুল। এমন চরম দুঃসময়ে প্রধানমন্ত্রী বরাবরের মতো এগিয়ে আসছেন পরম মমতায়। তিনি এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর এই উদ্যোগটি আমাদের কাছে অনুপ্রেরণার। তিনি খুবই সংস্কৃতিমনা মানুষ। আমার জানা মতে, তিনি নিজেও সেতার শিখতেন। তাই শিল্পী ও সংস্কৃতির প্রতি তাঁর দরদ রয়েছে। তাঁর পরিবারের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত ছিলাম। সুলতানা কামাল খুকি আমার ব্যাচমেট ছিল। খুকির সঙ্গে ধানমন্ডির ২৭ নম্বর বাসায় যেতাম। বঙ্গবন্ধু আমাকে খুবই স্নেহ করতেন। ধানমন্ডির বাসায় গেলে তিনি আমার গাওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো...’ গানটি শুনতে চাইতেন। কারণ গানটি তাঁর খুবই প্রিয়। বঙ্গবন্ধুর মতো দরদি বঙ্গবন্ধুকন্যা। প্রধানমন্ত্রী সর্বদা শিল্পীদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। তার এমন মহানুভবতায় আমরা সব শিল্পীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আর কখনো কোনো সময় আমি কোনোভাবে যদি প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি, তাহলে খুবই ভালো লাগবে।’ উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তায় আয়োজিত সিঙ্গাপুরের একটি শোতে অংশগ্রহণ করবেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী এবং মিতালী মুখার্জি।

সর্বশেষ খবর