বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাবিদ চতুর্থ বর্ষ শুরু

শোবিজ প্রতিবেদক

বাংলাবিদ চতুর্থ বর্ষ শুরু

বাংলা ভাষাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে চতুর্থবারের মতো শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। ‘বাংলায় জাগো ভরপুর’-এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরই শুদ্ধ বাংলার চর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ‘ইস্পাহানি মির্জাপুর’ এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে, যা এ বছর আরও বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে। চতুর্থ বছরের আয়োজনে বেড়ে যাচ্ছে প্রতিটি পর্বের দৈর্ঘ্য, বড় হচ্ছে স্টুডিওর আয়তন আর যুক্ত হবে নতুন নতুন খেলা। সেই সঙ্গে এ বছর আশা করা যাচ্ছে নিবন্ধনের সংখ্যা প্রথমবারের মতো লক্ষাধিক ছাড়িয়ে যাবে। এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানির পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি ও এমাদ ইস্পাহানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নানসহ ইস্পাহানি ও চ্যানেল আইয়ের অন্যান্য কর্মকর্তা।

 

সর্বশেষ খবর