রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আইয়ুব বাচ্চু স্মরণে অঞ্জন দত্ত-নীল দত্ত

শোবিজ প্রতিবেদক

আইয়ুব বাচ্চু স্মরণে অঞ্জন দত্ত-নীল দত্ত

মুজিববর্ষ ও চাকরিতে যোগদানের সপ্তম বর্ষ পূর্তি উপলক্ষে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে ঢাকায় আসেন অঞ্জন দত্ত ও তার ছেলে নীল দত্ত। তাদের আয়োজনে শুক্রবার রাতে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বসে বাপ-ছেলের গানের মনোমুগ্ধকর আসর। মিলনায়তন ভর্তি দর্শকের সম্মুখে গিটার বাজিয়ে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতি রোমন্থন করেন অঞ্জন দত্ত ও তার ছেলে নীল দত্ত। এবির বিখ্যাত গান ‘সেই তুমি’র প্রথম লাইন জুড়িয়ে সর্বপ্রথম নীল দত্ত গেয়ে ওঠেন, ‘ছিলে বন্ধু কি সাতজন্মে তুমি আমার...তুমি চিনতে পারবে কি আবার আমায়; সেই তুমি কেন এত অচেনা হলে...’। এরপর ছেলের কণ্ঠের সঙ্গে গলা মেলান বাবা অঞ্জন দত্ত। এবির পার্কস্ট্রিটে গান গাওয়ার স্মৃতিসহ বাচ্চুর প্রিয় গান ‘ইউ ফিল আপ মাই...’ গানটি গেয়ে শোনান অঞ্জন দত্ত। এদিকে শুক্রবার সকালে ঢাকায় নেমেই ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়ি দেখতে গিয়েছিলেন অঞ্জন দত্ত। প্রায় ঘণ্টাখানেক ধরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে দেখেন এ সংগীতশিল্পী। এরপর জাতির জনককে নিয়ে লিখে ফেলেন একটি গান ‘মনে পড়ে যায় তোমাকে মুজিবুর...’, যেই গানটি অনুষ্ঠানে গেয়েছেনও তিনি। কোনো পরিকল্পনা ছাড়াই গানটি লিখে ফেলে কয়েক ঘণ্টার মধ্যেই সুর তুলে পরিবেশন করেছেন সেদিনকার মঞ্চে।

সর্বশেষ খবর