সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফেব্রুয়ারিতে ৭ ছবি

আলী আফতাব

ফেব্রুয়ারিতে  ৭ ছবি

সিনেমাপ্রেমিক দর্শকদের জন্য এই বছরের শুরুটা তেমন একটা ভালো ছিল না। কারণ বছরের প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে কোনো নতুন ছবি মুক্তি পায়নি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে ‘জয়নগরের জমিদার’ দিয়ে শুরু হয় চলচ্চিত্রের নতুন বছর। নাট্যনির্মাতা সাখাওয়াত হোসেন পরিচালিত এ ছবিটি ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দর্শক টানতে ব্যর্থ হয়। এই বছরের প্রথম দিকে মুক্তি দেওয়া হয়েছিল অর্চিতা স্পর্শিয়া-আবির অভিনীত নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’। বড় আয়োজনে জানুয়ারির তৃতীয় সপ্তাহে ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। জানুয়ারির চতুর্থ সপ্তাহে মুক্তি পায়নি কোনো দেশীয় ছবি। সাফটা চুক্তিতে বাংলাদেশে মুক্তি পায় কলকাতার ছবি ‘হুল্লোড়’। সোহম-শ্রাবন্তী-ওম ও দর্শনা বণিক অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখোপাধ্যায়। বাংলাদেশের ৪০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হলেও দর্শক মুখ ফিরিয়ে নিয়েছেন। গত মাসের ৩১ জানুয়ারি ফের ছবি সংকটে পড়ে দেশের প্রেক্ষাগৃহ। এদিন মুক্তি দেওয়ার মতো দেশীয় কোনো ছবি ছিল না। ছবি শূন্যতায় পার হয় জানুয়ারির শেষ শুক্রবার। তবে পুরনো ছবি দিয়েই চলছে সপ্তাহটি। তবে আশা জাগাচ্ছে ফেব্রুয়ারি মাস। এ মাসে ঢাকা থেকে মুক্তি পাচ্ছে এমন বেশ কিছু চলচ্চিত্রের খবর পাওয়া গেছে। গল্প একেবারেই আলাদা, নির্মাণেও গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসেছেন এ রকম দুজন পরিচালকের দুটি সিনেমা এ মাসে মুক্তির জন্য প্রস্তুত। এগুলোর একটি গন্ডি। ফাকরুল আরেফিন পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় জোড়া চরিত্রে অভিনয় করেছেন ঢাকার সুবর্ণা মুস্তাফা ও ভারতের কলকাতার সব্যসাচী চক্রবর্তী। যৌবন পেরিয়ে যাওয়া দুজন নর-নারীর প্রেম বা একাকিত্ব যাপনের কাহিনি নিয়ে এই সিনেমা। এর দৃশ্যায়নে যে নতুনত্বের ছোঁয়া রয়েছে, তা ছবিটির ট্রেলার দেখে খানিকটা আঁচ করা গেছে। অন্যদিকে এ মাসেই নিজের প্রথম সিনেমা নিয়ে আসছেন ছোট পর্দার নন্দিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার ছবি শার্লিন ফারজানা-বর্ষণের ‘ঊনপঞ্চাশ বাতাস’। প্রযোজক সমিতির বুকিংয়ের খাতায় কাটাকাটি করা যায়। সেখানে ভালোবাসা দিবসের শুক্রবারে কোনো ছবি এখনো নাম লেখাতে পারেনি। কাজী হায়াৎ পরিচালিত শাকিব খান অভিনীত বীর ছবিটি এদিন মুক্তি পেতেও পারে, নাও পারে। ছবিটির প্রযোজক শাকিব খান নিজেই। কিন্তু তারিখের প্রতি বিশেষ আগ্রহের কারণে ‘হৃদয়জুড়ে’ ছবির পরিচালক রফিক শিকদারও দিনটির জন্য জায়গা চেয়ে অপেক্ষা করছেন। তার ছবিটিতে অভিনয় করেছেন নীরব ও প্রিয়াঙ্কা সরকার। তারিখ না পেলেও আশা করা যায় ফেব্রুয়ারিতেই তিনি ছবিটি অবমুক্ত করবেন। ফেব্রুয়ারি মাসে ‘পরান’ নামের আরেকটি সিনেমার কথা শোনা যাচ্ছে। পরিচালক রায়হান রাফির এই সিনেমায় অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানকে। নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ নামের একটি ছবিতে সজলের বিপরীতে পাওয়া যাবে পূজা চেরিকে, রোশান ও মুনকে। তবে ফেব্রুয়ারির সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের জয়া আহসান ও ভারতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘রবিবার’। এটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। ভালোবাসা দিবসে ছবি মুক্তির আওয়াজ তুললেও কোনো ছবিই এখনো চূড়ান্ত হয়নি। তাই শেষ পর্যন্ত ভালোবাসা দিবসে কোন ছবি মুক্তি পাবে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর