সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ইন্টারভিউ → দিলারা জামান

শরীরে বাসা বেঁধেছে নানা সমস্যা

শরীরে বাসা বেঁধেছে নানা সমস্যা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক জয়ী অভিনেত্রী দিলারা জামান। টিভি ও চলচ্চিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। ‘মা’ চরিত্রে অভিনয় করে যে কজন প্রতিষ্ঠা পেয়েছেন দিলারা জামান তার মধ্যে অন্যতম। ছোটপর্দা-বড়পর্দায় নানা ব্যস্ততা নিয়ে এই গুণী অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন-  পান্থ আফজাল

 

কেমন আছেন? তৌকীর আহমেদের কাজে শুনেছি রাজেন্দ্রপুর আছেন। কেমন হচ্ছে?

জি, এখন একটু ভালো আছি। তবে মনটা খারাপ। বড় মেয়ে এসেছিল, চলে গেছে। তাই কিছু ভালো লাগছে না। আর শুটিং। রাজেন্দ্রপুরে তৌকীরের লেখা ও পরিচালনায় ‘রুপালি জ্যোৎস্নায়’র শুটিং করছি। হায়াতও (আবুল হায়াত) আমার সঙ্গে রয়েছে। আমরা দুজনে মা-বাবা চরিত্রে অভিনয় করছি। একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, টানাপড়েনের গল্প। খুবই সুন্দর একটি কাজ। এমন গল্পের কাজ এখন তো তেমন করে হয়ই না। অনেকদিন পর এমন চমৎকার কাজ করে খুবই আনন্দ পাচ্ছি।

 

একটি চলচ্চিত্রে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করছেন কি?

হ্যাঁ কাজটি করেছি। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। নির্মাতা জুয়েল মাহমুদ। শুটিং শেষ হয়ে গেছে। আমার সঙ্গে সবুজও (খায়রুল আলম সবুজ) আছে।

 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্যে অভিনয় করার কথা ছিল। সেটির শুটিং কবে হবে?

আগামীকাল শুটিং হওয়ার কথা। কিন্তু যেতে ভয় পাচ্ছি। তবুও যেতে হবে। এমনিতেই শরীরে বাসা বেঁধেছে প্রেসারসহ নানা সমস্যা। শরীর ভালো না। সব ঠিক থাকলে কাল সকালে রওনা দেব। এটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কয়েকদিন আগের গল্প নিয়ে বিটিভির জন্য নির্মিত হচ্ছে। নাম ‘আমার বাবার নাম’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি হারুন অর রশীদের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে তৈরি। পরিচালনায় ফজলে আজিম জুয়েল। আমি আলেয়া বেগম চরিত্রে অভিনয় করছি।

 

শ্যাম বেনেগালের নির্মাণে আরেকটি ছবিতে কাজ করছেন, তার খবর কী?

অভিনয়ের জন্য শুধু আমার স্ক্রিন টেস্ট হয়েছে। বাকিসব এখনো জানি না।

 

মীর সাব্বিরের অনুদানের চলচ্চিত্রটির কাজের অগ্রগতি কতদূর?

কাজটি করছি। এটির গল্প সুন্দর। আমি আর শর্মিলী আহমেদ ওল্ড হোমের দুই মা চরিত্রে অভিনয় করেছি। মীর সাব্বিরও আছে। আমার অভিনয়ের ব্যাপ্তি স্বল্প।

 

আর কী কী কাজ করছেন?

মির্জা সাখাওয়াত হোসেনের ‘অর্জন ৭১’ সিনেমার কাজটির অর্ধেক শেষ হয়েছে। এটিতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আর হাবীব শাকিলের নির্মাণে ‘পরের মেয়ে’ নামের একটি সিরিয়ালে কাজ করছি।

 

প্রচ্ছদকন্যা হয়ে আলোচনায় এসেছিলেন বহুবার। আবার কি দেখতে পাব?

এবার আর না! অনেক হয়েছে। অনেকেই মজা করে বলছে, কেন তুমি আমাদের বাজার নষ্ট করছ! (মৃদু হাসি)।

 

এই বয়সেও প্রচুর কাজে ব্যস্ত রয়েছেন। যেভাবে অভিনয় করছেন, তা সবার কাছে ঈর্ষণীয়। এত এনার্জির উৎস কী?

হা হা হা...কাজ না করলে কি হবে! অভিনয়ই তো আমার কাজ, ভালোবাসা। সৎভাবে ইনকাম করি। সবাই তো আমাকে আর আমার অভিনয়কে ভালোবাসে।

 

মা ডাক শুনতে কেমন লাগে?

ভীষণ ভালো লাগে! আমি আসলে এভাবে সবার মা হয়ে আজীবন বেঁচে থাকতে চাই।

 

এ সময়ের নাটক নিয়ে অভিমত কী?

এখন তো তিন-চার জনকে নিয়ে নাটক বানাচ্ছেন নির্মাতারা। বাজেট স্বল্পতা দেখিয়ে নির্মাতারা দিন দিন চরিত্র কাটছাঁট করছেন। সেই পারিবারিক আবহ আর নাটকে নেই।

 

শিল্পীদের শৃঙ্খলাবোধ সম্পর্কে মন্তব্য কী?

শৃঙ্খলাবোধ সম্পর্কে জ্ঞান থাকা উচিত। অভিনয়, শুটিং সময়জ্ঞান মেনে চলা দরকার।

 

সম্মানী নিয়ে কী বিড়ম্বনায় পড়তে হয়?

কাজ শেষ হওয়ার পরও সম্মানী দেওয়ার বেলায় খবর থাকে না কিছু নির্মাতার। আবার যদিও পেমেন্ট দেন, ডেট নেওয়ার জন্য।

সর্বশেষ খবর