মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কুমার বিশ্বজিতের ‘হে বন্ধু বঙ্গবন্ধু’

শোবিজ প্রতিবেদক

কুমার বিশ্বজিতের ‘হে বন্ধু বঙ্গবন্ধু’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ বিষয়টি সামনে রেখে বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন কুমার বিশ্বজিৎ। ‘হে বন্ধু বঙ্গবন্ধু’ শিরোনামের এই গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ, সুর করেছেন তরুণ গায়ক ও সংগীত পরিচালক কিশোর। ‘হে বন্ধু বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও, আমি চোখে দিয়ে দেখব, তুমি কেমন করে দেশটাকে এত ভালোবাস’ এমন কথার একটি গান গাইতে পারায় ভীষণ আনন্দিত কুমার বিশ্বজিৎ। ইতিমধ্যে গানটি ইউটিউবে ছাড়া হয়েছে। তিনি জানান, ‘এই গানের মধ্য দিয়ে তিনটি প্রজন্ম এক হয়েছে। জীবনে মনে হয় কোনো গান নিয়ে এতটা খুঁতখুঁতে ছিলাম না। গানটি শুধু একটি গান নয়, এটি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ভাবনাচিন্তা, দেশপ্রেম, অসাম্প্রদায়িক মনোভাব প্রদর্শনের একটি গল্প বলা। তাই তো সাতবার গানটিতে কণ্ঠ দিয়ে চূড়ান্ত করেছি। গানটি প্রকাশ হয়েছে গানছবি এন্টারটেইনমেন্টের ব্যানারে।’

সর্বশেষ খবর