বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তৌকীরের বইয়ের প্রচ্ছদশিল্পী বিপাশা হায়াত

শোবিজ প্রতিবেদক

তৌকীরের বইয়ের প্রচ্ছদশিল্পী বিপাশা হায়াত

২০১২ সালে এসেছিল তৌকীর আহমেদের বই ‘প্রতিসরণ’। এরপর আর দুটো বই এসেছে। এগুলো লেখা হয়েছিল মঞ্চনাটক নিয়ে। এবার বইমেলায় একেবারে নতুন অভিজ্ঞতা হচ্ছে তৌকীর আহমেদ ও সিনেপ্রেমীদের। এবার তাকে পাওয়া যাবে কবি হিসেবে। কারণ মহান একুশের বইমেলায় প্রকাশ হচ্ছে তৌকীর আহমেদের প্রথম কবিতার বই ‘একগুচ্ছ কবিতা’। আর এটির প্রচ্ছদ করেছেন তার স্ত্রী অভিনেত্রী-নির্মাতা-চিত্রশিল্পী বিপাশা হায়াতকে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এবার অনন্যা প্রকাশনী থেকে আমার বইটি আসবে। এর আগে বই এলেও এবার একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা হচ্ছে। কারণ এবার শুধু কবিতা।’ ২০১৩ সালে আসে ইচ্ছেমৃত্যু ও ২০১৫ সালে এসেছিল ‘অজ্ঞাতনামা’। 

সর্বশেষ খবর