শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মিতু কর্মকারের ‘হয়তো...’

শোবিজ প্রতিবেদক

মিতু কর্মকারের ‘হয়তো...’

ছুটিতে দেশে ফিরেছেন সংগীতশিল্পী মিতু কর্মকার। যদিও লেখাপড়ার জন্য বছরের বেশির ভাগ সময় মিতু কর্মকারকে থাকতে হয় ভারতের গুজরাটে। সেখানে শিখছেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত। এদিকে দেশে ফিরেই মিতু কণ্ঠে তুলেছেন নতুন একটি গান, অংশ নিয়েছেন ভিডিওতে। এ বছর এটাই তার গাওয়া প্রথম গান। নাম ‘হয়তো...’। হয়তো আমি তোমার সবচেয়ে কাছের মানুষ নই, তবুও জীবন দূরে দূরে থাকতে দিল কই...। লিখেছেন ও সুর করছেন জয় শাহরিয়ার। আর মজার ব্যাপার হচ্ছে, মিতুকে সঙ্গে নিয়ে ভিডিওটাও বানিয়েছেন জয় নিজেই। গানটি মঙ্গলবার সন্ধ্যায় আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়। মিতু বললেন, ‘এ বছর এটাই আমার প্রথম গান। কথাগুলো খুব মনে ধরেছে। সুরটাও বেশ সুন্দর। হয়তো ভিডিওটা সবার পছন্দ হবে না। তবে গানটা নিশ্চয়ই মনের খোরাক জোগাবে শ্রোতাদের। কারণ, গানটি ঠিক আমার মতো, অনেকটাই সাদামাটা, সুন্দর!’

মিতু কর্মকার ভারতের পুরনো বিদ্যাপীঠ গুজরাটের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ওপর স্নাতক শেষ করে এখন স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করছেন। আজ ভারতে চলে যাচ্ছেন এই সংগীতশিল্পী। তবে যাওয়ার আগে মাছরাঙা টিভিতে গতকাল উপস্থাপনা করেছেন লাইভ অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’-এর। এদিকে একটি অনুষ্ঠানের রেকর্ডিংও শেষ করে যাচ্ছেন। এসএ টিভির ‘বেলাশেষে’ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন। যেটি শিগগিরই প্রচার হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর