শিরোনাম
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
জমজমাট অস্কার

৯২ বছরের ইতিহাসে প্রথম সেরা ভিনদেশি ছবি

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম ইংরেজি ব্যতীত অন্য কোনো ভাষার ছবি সেরা চলচ্চিত্রের সম্মান পেল। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ► আলী আফতাব

৯২ বছরের ইতিহাসে প্রথম সেরা ভিনদেশি ছবি

নতুন ইতিহাস গড়ল ‘প্যারাসাইট’

ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা! একাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’।

এবারের আসরে সেরা চলচ্চিত্র বিভাগে ফেবারিট ছিল স্যাম মেন্ডেসের ‘নাইনটিন সেভেনটিন’। কিন্তু দক্ষিণ কোরিয়ান নির্মাতা বং জুন  হু গত কিছুদিনে হলিউডের প্রিয় হয়ে উঠেছেন। তার ‘প্যারাসাইট’ অঘটনের জন্ম দিয়ে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে ইতিহাস গড়ার আভাস দিয়েছিল। বর্ষীয়ান অভিনেত্রী জেন ফন্ডা এই ছবির নাম ঘোষণা করতেই সেটা সত্যি হয়ে গেল!

অভিনেতা ওয়াকিন ফিনিক্স (জোকার)

অস্কার মঞ্চে ওয়াকিন ফিনিক্স একাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা অভিনেতা হলেন ওয়াকিন ফিনিক্স। ‘জোকার’ ছবির সুবাদে প্রথমবার অস্কার জয়ের স্বাদ পেলেন তিনি।

 

অভিনেত্রী রেনি জেলওয়েগার (জুডি)

রুপার্ট গোল্ড পরিচালিত জুডি গারল্যান্ড সিনেমায় আমেরিকান প্রয়াত অভিনেত্রী, গায়িকা জুডি গারল্যান্ডের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারের এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন রেনি জেলওয়েগার।

 

মৌলিক গানে এলটন জন

একাডেমি অ্যাওয়ার্ডসের মৌলিক গান বিভাগে সেরা হলো ‘রকেটম্যান’ ছবির ‘আই অ্যাম গনা লাভ মি অ্যাগেইন’। এর সুবাদে ব্রিটিশ তারকা স্যার এলটন জনের হাতে উঠেছে অস্কার। এটি গেয়েছেন ও সুর করেছেন তিনি।

 

প্রামাণ্যচিত্র ওবামা-মিশেলের ‘আমেরিকান ফ্যাক্টরি’

একাডেমি অ্যাওয়ার্ডসের আসরে সেরা প্রামাণ্যচিত্র হয়েছে ‘আমেরিকান ফ্যাক্টরি’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন স্টিভেন বগনার ও জুলিয়া রাইকার্ট।

সহ-অভিনেত্রী লরা ডার্ন

একাডেমি অ্যাওয়ার্ডসের এই আসরে সেরা সহ-অভিনেত্রী হলেন লরা ডার্ন। ‘ম্যারেজ স্টোরি’ ছবিতে বিয়েবিচ্ছেদ বিষয়ক নির্দয় আইনজীবীর ভূমিকায় মুনশিয়ানা দেখিয়েছেন তিনি।

 

সহ-অভিনেতা ব্র্যাড পিট

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা সহ-অভিনেতা হলেন ব্র্যাড পিট। ‘ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড’ ছবিতে ষাটের দশকের সুদর্শন ও ধীরস্থির স্টান্টম্যানের চরিত্রে দারুণ অভিনয় করেছেন তিনি।

 

পরিচালক বং জুন হো (প্যারাসাইট)

৯২তম অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন বং জুন হো। ‘প্যারাসাইট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

 

অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘টয় স্টোরি ফোর’

একাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা অ্যানিমেটেড ছবি বিভাগে পুরস্কার পেল ‘টয় স্টোরি ফোর’। শেরিফ উডি ও বাজ লাইটইয়ারের মতো বিখ্যাত কিছু চরিত্র নিয়ে এটি পরিচালনা করেছেন জশ কুলি।

 

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম ‘হেয়ার লাভ’

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘হেয়ার লাভ’। এবারের আসরে একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘চেরা (ডটার)’, ‘কিটবুল’, ‘মেমোরেবল’, ‘সিস্টার’।

 

কস্টিউম ডিজাইন লিটন উমেন (জ্যাকুলিন ডুরান)

সেরা কস্টিউম ডিজাইন দিয়ে অস্কার উঠল ‘লিটন উমেন’-এর ঝুলিতে।

 

প্রামাণ্যচিত্র শর্ট- ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন’

কাবুলের তরুণীদের লিখতে চাওয়া, পড়তে চাওয়া ও স্কেটিং শিখতে যাওয়ার কথা বলা হয়েছে এ প্রামাণ্যচিত্রে।

 

সাউন্ড এডিটিং ‘ফোর্ড ভার্সেস ফেরারি’

৯২তম অস্কারে সেরা সাউন্ড এডিটিংয়ের জন্য মনোনয়ন পেয়েছিল-১৯১৭, ফোর্ড ভার্সেস ফেরারি, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম...ইন হলিউড, স্টার ওয়ার্স : দ্য রাইজ অব স্কাইওয়াকার।

 

বেস্ট সাউন্ড মিক্সিং ‘১৯১৭’ (মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন)

এবারের অস্কার আসরে বেস্ট সাউন্ড মিক্সিংয়ের পুরস্কার তুলে নিয়েছেন মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন।

সিনেমাটোগ্রাফি ‘১৯১৭’

অস্কারের ৯২তম আসরে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার গেছে রজার ডিকিনসের হাতে ‘১৯১৭’ চলচ্চিত্রের জন্য।

 

 

এক নজরে

সেরা যারা

চলচ্চিত্র প্যারাসাইট

নির্মাতা বং জুন হু (প্যারাসাইট)

অভিনেতা হোয়াকিন ফিনিক্স (জোকার)

অভিনেত্রী রেনি জেলওয়েগার (জুডি)

পার্শ্ব অভিনেতা ব্র্যাড পিট

পার্শ্ব অভিনেত্রী লরা ডার্ন

মৌলিক চিত্রনাট্য বং জুন হু, হান জিন ওন

আশ্রিত চিত্রনাট্য তাইকা ওয়াইতিতি

অ্যানিমেশন চলচ্চিত্র টয় স্টোরি

তথ্যচিত্র আমেরিকান ফ্যাক্টরি

আন্তর্জাতিক চলচ্চিত্র প্যারাসাইট

মৌলিক গান এলটন জন, বার্নি তাওপিন

মৌলিক আবহ সংগীত হিল্ডার গুওনাডোট্টির

চিত্রগ্রহণ রজার ডিকিন্স

ভিজ্যুয়াল ইফেক্টস গুইলিয়াম রোচেরন, গার্গ বাটলার, ডমিনিক তৌহি।

চলচ্চিত্র সম্পাদনা মিশেল ম্যাকচাস্কার, অ্যান্ডরু বাকল্যান্ড।

শব্দ সম্পাদনা ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি)

শব্দ মিশ্রণ মার্ক টেইলর ও স্টুয়ার্ট উইলসন াপ্রোডাকশন ডিজাইন বারবারা লিং, ন্যান্সি হেই

পোশাক পরিকল্পনা জ্যাকিউলিন ডুরান (লিটিল উইম্যান)

রূপসজ্জা কাজু হিরো, আন্নে মরগ্যান, ভিভিয়ান বেকার (বম্বশেল)

লাইভ অ্যাকশন শর্টফিল্ম দ্য নাইবারস, উইন্ডো

অ্যানিমেশন শর্টফিল্ম হেয়ার লাভ

ডকুমেন্টারি শর্টফিল্ম লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন।

 

 

সর্বশেষ খবর