শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডয়চে ভেলে বাংলার ইউটিউবের নতুন শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’

শোবিজ প্রতিবেদক

ডয়চে ভেলে বাংলার ইউটিউবের নতুন শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’

জার্মানির পাবলিক ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার ডয়চে ভেলে বাংলার ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে সাপ্তাহিক আয়োজন ‘খালেদ মুহিদ্দীন জানতে চায়’ শীর্ষক টকশো। দেশের রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন সমস্যার ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি পরিচালিত হবে। ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় ডয়চে ভেলে বাংলার ইউটিউব চ্যানেলে এই টকশো  শুরু হবে। ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন জার্মানি থেকে এই শো পরিচালনা করবেন। এ ছাড়া স্কাইপেতে যুক্ত হবেন বাংলাদেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দুজন অতিথি। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডয়চে ভেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে খ্যাতিমান সাংবাদিক খালেদ মুহিউদ্দীন ছাড়াও উপস্থিত ছিলেন ডয়চে ভেলের এশিয়ার প্রধান দেবারতি গুহ। সংবাদ সম্মেলনে দেবারতি গুহ বলেন, “ডয়চে ভেলে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, ন্যায়বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবস্থান নেয়। আমি এশিয়ার দায়িত্ব নেওয়ার পর এই অবস্থান আরও শক্তিশালী ও সমন্বিত করতে চেষ্টা করে যাচ্ছি। ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ দিয়ে ডয়চে ভেলে এ দেশ ও দেশের বাইরের বাংলাভাষী মানুষের কাছাকাছি থাকতে চায় তাদের মনের প্রশ্নগুলো করতে চায়।”

সংবাদ সম্মেলনে খালেদ মুহিউদ্দীন বলেন, ‘আমি নিজেকে সাংবাদিক মনে করি। এজন্য কোনো প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য একটু কঠিন। নতুন এই শোয়ে প্রশ্ন করতে চাই। প্রশ্ন করাটা আমার পছন্দের। এ ধরনের অনুষ্ঠান ডয়চে ভেলেতে আগে হয়নি। আশা করি, অনুষ্ঠানের মাধ্যমে মানুষ নতুন কিছু পাবেন।’

 

সর্বশেষ খবর