রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাথিং হ্যাপেন্ড দ্যাট নাইট’

শোবিজ প্রতিবেদক

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাথিং হ্যাপেন্ড দ্যাট নাইট’

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির প্রযোজনায়, রুদ্রনীল আহমেদের গল্প ও চিত্রনাট্যে  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাথিং হ্যাপেন্ড দ্যাট নাইট’। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত জাহান জেরি। অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেফাত হাসান সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাসমি তামান্না তৃষাসহ জাহাঙ্গীরনগরের শতাধিক শিক্ষার্থী। চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এ প্রসঙ্গে রুদ্রনীল আহমেদ বলেন, ‘এর গল্পটি মূলত একটি রাতের, যে রাতে বাংলাদেশে ঘটে যাচ্ছে একটি ধর্ষণের ঘটনা কিংবা একই সঙ্গে অন্য অনেক কিছু। যেহেতু সিনেমাটি স্বল্পদৈর্ঘ্যরে, তাই গল্পটা খুব বেশি বলতে চাচ্ছি না। এখন চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ। জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নিয়মিত চলচ্চিত্র নির্মাণের একটি অংশ হিসেবেই নির্মিত হচ্ছে ছবিটি। শিগগিরই দর্শকদের জন্য কোনো একটি অনলাইন প্লাটফর্মে ছবিটি উন্মুক্ত করার ইচ্ছা আছে। মূলত বিভিন্ন ফেস্টিভ্যালে ছবিটি দেখানোর চেষ্টা করছি আমরা।

সর্বশেষ খবর