সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হারানো থেকে ফিরে অর্ণব

শোবিজ প্রতিবেদক

হারানো থেকে ফিরে অর্ণব

মাঝে মাঝে হারিয়ে যাওয়াই তার স্বভাব। তার হারিয়ে যেতে খুব ভালো লাগে। তবে প্রতিবার হারানো থেকে ফিরে আসার সময় নিজেকে নতুনভাবে খুঁজে পান অর্ণব। তার কথায়, ‘আমি নিজেকে কোনো টাইপে বাঁধতে চাই না, যদি কোনো দিন দেখেন অর্ণব কোনো একটি নির্দিষ্ট ফর্মে আটকে পড়েছে সেদিন ভাববেন আমার জারিজুরি শেষ। তবে আমি চাই না ছকের মাঝে পড়তে। নিজেকে ভেঙে আবার ঘরে ফিরে আসি প্রতিবার।’ ইদানীং শান্তিনিকেতনে তিনি খোঁজেন শান্তির পরশ। সেখানে গান চর্চা নিয়েই আছেন। মাঝে মধ্যে দেশে এসে কিছু গানের আয়োজনে যোগ দিচ্ছেন। এদিকে অর্ণবকে বইমেলায় পাওয়া গেল প্রচ্ছদশিল্পী হিসেবে। ‘হোক কলরব’ দিয়ে রাজীব আশরাফের সঙ্গে তার গানের যাত্রা শুরু। এবার যুক্ত হয়েছেন তা লেখা বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে। তিনি রাজীবের প্রথম কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’-এর প্রচ্ছদ করেছেন। এটি প্রকাশ করছে বৈভব প্রকাশনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর