শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নারীদের পাশে সুমাইয়া শিমু

শোবিজ প্রতিবেদক

নারীদের পাশে সুমাইয়া শিমু

কর্মহীন ও অসহায় নারীদের সহযোগিতার আগ্রহ থেকে অভিনেত্রী সুমাইয়া শিমু সম্প্রতি ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামে নারী উন্নয়নমূলক একটি সংস্থা চালু করেছেন। তিনি বলেন, ‘অভিনয়ের অভিজ্ঞতা, পরিচিতি, পড়াশোনা ও গবেষণা মিলিয়ে মানুষের জন্য কিছু করার প্রয়াস থেকেই গড়েছি এই প্রতিষ্ঠান। এটি একটি নন-প্রফিট অর্গানাইজেশন। এখানে নারীরা অনেক সমস্যার কথা শেয়ার করেন। আমিও তাদের সমস্যা মন দিয়ে শুনি এবং সমাধানের চেষ্টা করি।’ সম্প্রতি পিএইচডি ডিগ্রি করেছেন শিমু। ‘শিল্প ও আর্থ-সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা শেষ করেছেন এই অভিনেত্রী। এ কারণে অভিনয় থেকে খানিক অবকাশে যেতে হয়েছিল তাকে। অন্যদিকে সুখবর হচ্ছে, অভিনয়ে ফিরছেন তিনি। সুমাইয়া শিমু তানিম পারভেজের পরিচালনায় ‘ঘোলা’ নামের পাঁচ পর্বের একটি ক্রাইম ওয়েব ফিকশনের জন্য কাজ করছেন। করছেন ‘তিথির সারা জীবন’ নামে একটা টিভি নাটকও। শিমু জানান, যে কোনো মূল্যে পর্দায় থাকতে চাই। কেননা অভিনয় করে মানুষের ভালোবাসা যতটা পেয়েছি, তার কোনো তুলনা হয় না।’

 

সর্বশেষ খবর