রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

নিজের লেখা নাটকে মেহজাবিন

শোবিজ প্রতিবেদক

নিজের লেখা নাটকে মেহজাবিন

সময়ের সেরা অভিনেত্রীদের অন্যতম মেহজাবিন চৌধুরী। বৈচিত্র্যময় অভিনয় দিয়ে মাতিয়ে চলেছেন দর্শক-ভক্তদের। বিশেষ দিবসগুলোতে একটু বেশিই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। ভালোবাসা দিবসেও এই লাক্স সুপারস্টার হাজির হয়েছেন নানা আমেজের প্রায় দুই ডজন নাটকে। নতুন খবর হলো এবার প্রথমবারের মতো নাটকের গল্প লিখেছেন মেহজাবিন। গল্প লেখার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন তিনি। নাটকটির নাম ‘থার্ড আই’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। গেল ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা ও বনানীতে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের গল্প লেখার পাশাপাশি এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন নিজেই। নাটকটিতে তাকে দেখা যাবে একজন নারী বিক্রয়কর্মীর চরিত্রে। মেহজাবিন বলেন, ‘একজন নারী হিসেবে আমি সবসময়ই সচেতন থাকি। আর এই গল্প ভাবনাটা আমার মাথায় এসেছে আরও কয়েক বছর আগেই। বিভিন্ন সময় আমরা যখন শপিং করতে যাই, তখন নানারকম বাজে অভিজ্ঞতা হয়। তাই আমি কখনো শপিং করতে গেলে বা শুটিংয়ের জন্য হলেও কোনো চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছুক নয়। প্রয়োজনে সেটা আমার গাড়িতে করব, না হলে অন্য কোথাও না। এমন ভাবনাটা সবসময় আমার মাথায় কাজ করত। সেই ভাবনা উঠে এসেছে নাটকে। এটাই আমার প্রথম লেখা নাটক।’ নারী দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটিতে মেহজাবিন ছাড়াও আরও অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। আগামী ৮ মার্চ নাটকটি বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত হবে।

সর্বশেষ খবর