মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন সুরকার সেলিম আশরাফ

শোবিজ প্রতিবেদক

চলে গেলেন সুরকার সেলিম আশরাফ

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ শ্রোতাপ্রিয় অনেক গানের সুরকার সেলিম আশরাফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্ত্রী বিশিষ্ট কণ্ঠশিল্পী আলম আরা মিনু এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আলম আরা মিনু তথ্য নিশ্চিত করে লিখেছেন, অদির বাবা, বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়া প্রার্থী। চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। নানা রোগে ভুগছিলেন তিনি। তাকে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি গুরুতর অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সেলিম আশরাফের মৃতদেহ সোমবার বেলা ১১টায় বিটিভি প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানানোর পর তাকে দেশের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেলিম আশরাফের সুরে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ এবং ‘এই জাদুটা যদি সত্যি হয়ে যেতো’সহ বেশকিছু গান শ্রোতামহলে দারুণভাবে সাড়া ফেলে। 

সর্বশেষ খবর