মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

শহীদের মায়ের চরিত্রে ছবি

শোবিজ প্রতিবেদক

শহীদের মায়ের চরিত্রে ছবি

টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করছেন ফারজানা ছবি। চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জয়নগরের জমিদার’ ছবিটি। এর রেশ কাটতে না কাটতেই শুরু করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রের নাম ‘জনকের মুখ’। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ও মুজিববর্ষ উদযাপন কমিটির আর্থিক অনুদানে নির্মিত এই ছবি পরিচালনা করছেন মান্নান হীরা। কাহিনি ও সংলাপ লিখেছেন তিনিই। এতে ছবিকে দেখা যাবে একজন মুক্তিযোদ্ধার মায়ের চরিত্রে। গল্পের কেন্দ্রীয় চরিত্র তাকে ঘিরেই। শহীদ সোলেমান চরিত্রটি করেছেন সাক্ষ্য শহীদ।

১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একজন শহীদের মায়ের জীবনের ছবি আঁকা হয়েছে এই চলচ্চিত্রে।

৪০ মিনিট ব্যাপ্তি এই ছবির শুটিং শুরু হয়েছে ফেব্রুয়ারির প্রথম দিকে। ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জের নন্দীগ্রাম, সোরল, ভাদুন, হারবাইদসহ বেশকিছু গ্রামে ছবিটির শুটিং হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের দৃশ্যায়ন। শেষ হবে চলতি সপ্তাহে। চলতি মাসেই দেশের মানুষ দেখতে পারবে ‘জনকের মুখ’। ১৭ মার্চ থেকে আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত পুরো এক বছর বিভিন্ন রাষ্ট্রীয় কার্যালয়ে ছবিটি প্রদর্শিত হবে বলে জানান ফারজানা ছবি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর