বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে পরীমণি

শোবিজ প্রতিবেদক

মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে পরীমণি

মহান মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন অভিনেত্রী-নির্দেশক হৃদি হক। নাম ‘১৯৭১ সেইসব দিন’। সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। মূল গল্প ভাবনায় ড. ইনামুল হক। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঢালিউড গ্ল্যামার কুইন পরীমণি। তিনি অভিনয় করছেন ‘বিন্তি’ নামের একজন সাধারণ মেয়ের চরিত্রে। ৩ মার্চ থেকে ঠাকুরগাঁওয়ে ছবিটির ছোট্ট একটি লটের শুটিং শুরু হয়। হৃদি হক সেখানে ৫ দিন শুটিং করবেন বলে জানান। এদিকে এই লটে পরীমণির সঙ্গে শুটিংয়ে যুক্ত হয়েছেন নবাগত অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ, যিনি ইতিমধ্যে এইচবিও চ্যানেলে ‘এইচবিও এশিয়া’ অরিজিনাল ওয়েব সিরিজে অভিনয় করে সবার নজর কেড়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে হৃদি ঠাকুরগাঁও থেকে বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানানোর চিন্তা অনেক আগের। ৪-৫ বছর ধরে রিসার্চের ফসল এটি। এরমধ্যে অনুদানও পেয়ে গেলাম। তারই রেশ ধরে শুটিং শুরু। ছবিতে পয়লা মার্চ থেকে ১৬ ডিসেম্বরের সময়গুলো এই ছবিতে তুলে ধরতে চাই। মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপার, প্রেম, যুদ্ধ, কান্না, আকাক্সক্ষা, শোক, জয়Ñ সব উঠে আসবে গল্পে। পরী ও দীপ দুই বাড়ির দুজন। ওয়েদার ভেরিয়েশন, সেট, প্রপস ও সে সময়কার ঢাকার গল্পকে ফুটিয়ে তোলার জন্য ঠাকুরগাঁওয়ে শুটিং করা। মিউজিক করছেন দেবজ্যোতি মিশ্র।

সর্বশেষ খবর