শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

ফেরদৌসী রহমানকে সম্মাননা দিচ্ছেন ফেরদৌস আরা

শোবিজ প্রতিবেদক

ফেরদৌসী রহমানকে সম্মাননা দিচ্ছেন ফেরদৌস আরা

আগামী ১৪ মার্চ জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার সংগীত বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’র কুড়ি বছর পূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে ‘শ্রদ্ধাঞ্জলি সম্মাননা’ তুলে দেবেন ফেরদৌস আরা। এ প্রসঙ্গে ফেরদৌসী রহমান বলেন, ‘ফেরদৌস আরা আমার খুব স্নেহের ছোট বোন। সুরসপ্তকের কুড়ি বছর পূর্তিতে তার এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। শুধু তাই নয়, সুরসপ্তককে ঘিরে তার যত স্বপ্ন আছে সব  পূরণ হোক। আমি আমারও কিছু স্বপ্ন তাকে দিয়ে যেতে চাই, যাতে সেই স্বপ্ন তার বুকে লালন করে, নিজের মধ্যে ধারণ করে। আমার স্বপ্নও যেন পূরণ করতে পারে।’ ফেরদৌস আরা বলেন, ‘সেই ছোট্টবেলা থেকেই ফেরদৌসী রহমান আপার স্নেহ, আদর, ভালোবাসা পেয়ে আসছি আমি। আমার প্রতিষ্ঠানের কুড়ি বছর পূর্তিতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছি তাও আবার তাঁর জীবদ্দশায়- এটাই আমার ভীষণ ভালো লাগছে। আপাকে প্রথম যেদিন এই শ্রদ্ধাঞ্জলি সম্মাননার বিষয়ে ফোন করি তিনি সেদিনই তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আমাকে। আমি যে তাঁকে আমার প্রতিষ্ঠানের কুড়ি বছর পূর্তিতে এভাবে সম্মাননা জানাব, এটা জেনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। সত্যি বলতে কী আপা আমাকে এতটাই আদর-স্নেহ করেন যে, তাঁর কাছে আমি যত আবদার করেছি তা তিনি রাখার চেষ্টা করেছেন। একজন ফেরদৌসী রহমান আমাদের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর হাত ধরেই এদেশের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে।

সর্বশেষ খবর