শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘বোধ’ নাটকের দৃশ্য

প্রদর্শনী

প্রদর্শনী ‘জয় বঙ্গবন্ধু’

নাসির আলী মামুনের আলোকচিত্র নিয়ে আজ শুক্রবার ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে ‘জয় বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনী। ২৪ মার্চ শেষ হবে এই প্রদর্শনী।

 

‘মুক্তিযুদ্ধ ও নৈসর্গিক বাংলাদেশ’ প্রদর্শনী

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নাম্বার গ্যালারিতে চলছে শিল্পী আকতার মাহমুদ কাজলের ‘মুক্তিযুদ্ধ ও নৈসর্গিক  বাংলাদেশ’ শিরোনামের প্রদর্শনী।

১১ মার্চ শেষ হবে দশ দিনের এই প্রদর্শনী।

 

নাটক

সংলাপ থিয়েটারের নাটক ‘বোধ’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে আজ শুক্রবার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে সংলাপ থিয়েটারের নাটক ‘বোধ’। এটি নাটকটির ২৫তম মঞ্চায়ন। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকটি। মুন্সি প্রেমচাঁদের গল্প অবলম্বনে স্বপন দাসের নাট্যরূপে নাটকটির নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা।

 

অন্যান্য

কাল আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট

ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে বরাবরের মতো কাল শনিবার ৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। মুজিববর্ষ উপলক্ষে এবারের আয়োজনে থাকছে অনেক নতুনত্ব। এবারের আসরে অংশ নিচ্ছে ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, আরবোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য, নেমেসিস, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, চিরকুট, মিনার, লালন এবং এফ মাইনর।

 

শুরু হচ্ছে ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব

কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন ১৬ মার্চ। এ উপলক্ষে ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব-২০২০’ এর আয়োজন করেছে তারই হাতে গড়া সংগঠন কণ্ঠশীলন।

কাল শনিবার শেষ হবে দুই দিনের এই উৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর