শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভারতীয় প্লাটফর্মে বাংলাদেশের একাত্তর

শোবিজ প্রতিবেদক

ভারতীয় প্লাটফর্মে বাংলাদেশের একাত্তর

ভারতীয় ভিডিও প্লাটফর্ম হইচইয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নতুন ওয়েব সিরিজ ‘একাত্তর’। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তৌফিক আজিজ খান সেমিনার হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ওয়েব সিরিজটির কলাকুশলীদের পরিচয় তুলে ধরা হয় ও ফার্স্ট লুক প্রকাশ করা হয়। তানিম নূর পরিচালিত ‘একাত্তর’  এ পাকিস্তানি আর্মি মেজর ওয়াসিম চরিত্রে অভিনয় করেছেন ইরেশ জাকের, পাকিস্তানি  আর্মির ক্যাপ্টেন সিরাজ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জয়িতার চরিত্রে অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা এবং পুরান ঢাকার ছেলে সেলিম চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। সংবাদ সম্মেলনে জানানো হয় পাকিস্তানি সাংবাদিকের চরিত্রে এতে অভিনয় করেছেন মিথিলা। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’।

সর্বশেষ খবর