শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিবলী-নীপার নৃত্যের মেলবন্ধন

শোবিজ প্রতিবেদক

শিবলী-নীপার নৃত্যের মেলবন্ধন

মুজিববর্ষ উপলক্ষে জনপ্রিয় দুই নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা এবার হাজির হচ্ছেন গান ও নৃত্যের মেলবন্ধনে। নজরুল সংগঠন ‘জেমস নজরুল’র উদ্যোগে এই দুই প্রথিতযশা নৃত্যশিল্পী ও নৃত্যাঞ্চলের ৫০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে সম্প্রতি তৈরি হলো মিউজিক ভিডিও। সঙ্গে আরও অংশগ্রহণ করেছেন ৫২ জন কণ্ঠশিল্পী। সম্প্রতি জাতীয় সংসদ ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানে শুটিং সম্পন্ন হয়। এই প্রজেক্টটির তত্ত্বাবধানে ছিলেন সাদিয়া আফরিন মল্লিক। ‘জাগো অমৃত পিয়াসী চিত্তে’ এবং ‘জয় হোক, জয় হোক সত্যের জয়’-এর সংগীতায়োজনে ইবরার টিপু। কোরিওগ্রাফি করেছেন শিবলী ও নীপা। গান দুটির ভিডিও নির্মাণে সৌমিত্র ঘোষ ইমন। ডিওপি কাওসার আহমেদ। ১৭ মার্চ মুজিবশতবর্ষে বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে গান দুটি অবমুক্ত হবে।

সর্বশেষ খবর