বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

তাদের কণ্ঠে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’

শোবিজ প্রতিবেদক

তাদের কণ্ঠে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে সুরে সুরে শ্রদ্ধার্ঘ্য জানালেন এই প্রজন্মের সংগীত তারকারা। গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথায় ও সুরকার নাভেদ পারভেজ’র সুরে তৈরি হয়েছে ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, রবি চৌধুরীসহ এ প্রজন্মের তামান্না প্রমি, স্বপ্নীল সজীব, প্রতিক হাসান ও ঝিলিক। গানটিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ থেকে সোনার বাংলা তৈরি হওয়ার গল্প বলা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। গতকাল থেকে জাতীয় গণমাধ্যম ও ইউটিউবে প্রচার শুরু হয়েছে ভিডিওটি। গানের ভিডিওতে নৃত্য পরিচালনা করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। নৃত্য পরিবেশনায় সৃষ্টি কালচারাল সেন্টার।

সর্বশেষ খবর