বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

মম-সজলের আঁধারে আভা

শোবিজ প্রতিবেদক

মম-সজলের আঁধারে আভা

স্বাধীনতা দিবসের জন্য ‘কমলা রকেট’খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠু নির্মাণ করলেন নাটক ‘আঁধারে আভা’। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠু। প্রধান সহকারী হাসিব রহমান। নাটকের প্রধান দুই চরিত্রে দেখা যাবে প্রিয়মুখ আবদুন নূর সজল ও জাকিয়া বারী মমকে। আভা চরিত্রে রয়েছেন শিশুশিল্পী আফরিন শিখা রাইসা। এছাড়াও রয়েছেন ফারুক, পান্থ, সাদিব, জাকির, বানিয়ুল, রাইসা খান প্রমুখ। নির্মাতা জানান, ‘নিম্নমধ্যবিত্ত পরিবারের একজন মুক্তিযোদ্ধার সন্তানের অন্তর্গত দ্বন্দ্বের গল্প নিয়ে নাটক। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া একটি দেশে কে কাকে ঠকিয়ে ওপরে উঠবে, এরই প্রতিযোগিতা চলছে এখন।’ জানা যায়, ২৬ মার্চ এটি চ্যানেল আইয়ে প্রচার হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর