শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনায় স্থগিত কান উৎসব

শোবিজ প্রতিবেদক

করোনায় স্থগিত কান উৎসব

সিনেমা-ক্যালেন্ডারের সবচেয়ে বৃহৎ আয়োজন কান উৎসব। প্রতি বছরের মে মাস এলেই ১২ দিনের জন্য তামাম দুনিয়া হাজির হয় দক্ষিণ ফরাসি উপকূলের শহরে। কিন্তু এবার ছন্দপতন। করোনাভাইরাস বিস্তারের কারণে স্থগিত করা হয়েছে চলচ্চিত্রের  বৈশ্বিক এই আয়োজন। বৃহস্পতিবার মধ্যরাতে ই-মেইল বার্তায় উৎসব পিছিয়ে দেওয়ার কথা জানান আয়োজকরা। কান উৎসবে নির্মাতা, প্রযোজক ও তারকাসহ হাজার হাজার মানুষ অংশ নেন। এর ৭৩তম আসর হওয়ার কথা ছিল আগামী ১২ মে থেকে ২৩ মে। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বার্ষিক এই আয়োজন এবার আদৌ হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল কয়েক সপ্তাহ ধরে। শেষমেশ উৎসব পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কান কর্তৃপক্ষ। এক বিবৃতিতে কানের আয়োজকরা বলেন, ‘বিশ্বব্যাপী চরম সংকট দেখা দিয়েছে। এ সময় আমরা কভিড-১৯ আক্রান্তদের কথাই ভাবছি বেশি। যারা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন তাদের সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি আমরা।’ ফ্রান্সে এখন পর্যন্ত প্রায় ১১ হাজার করোনা আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। এছাড়া ৩৭২ জনের মৃত্যু হয়েছে। আগামী জুনের শেষ প্রান্ত থেকে শুরু করে জুলাইয়ের প্রথম সপ্তাহে কান উৎসব করার কথা ভাবছেন বলে জানান আয়োজকরা। তাদের কথায়, ‘ফ্রান্সসহ আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হলে আমরা আলোচনার মাধ্যমে সময়সূচি নির্ধারণ করব। এরপর আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর