শিরোনাম
রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

কেনি রজার্স আর নেই

শোবিজ ডেস্ক

কেনি রজার্স আর নেই

কান্ট্রি মিউজিকের কিংবদন্তি কেনি রজার্স আর নেই। ৮১ বছর বয়সে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। জানা যায়, তিনি নিজ বাসস্থানে স্বাভাবিকভাবেই মারা যান। এদিকে করোনা ইমারজেন্সির কারণে পারিবারিকভাবে তাকে সমাধিস্থ করা হবে। এরপর ছোট পরিসরে স্মরণসভা করবে কেনির পরিবার। তিনবার গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এই ভোকালিস্ট সত্তর ও আশির দশকে পপ এবং কান্ট্রি মিউজিকে একচেটিয়ে আধিপত্য বিস্তার করেন। তার জন্ম ১৯৩৮ সালে, আমেরিকার টেক্সাসে। টিনএজ বয়স থেকেই ছিল গানের সঙ্গে তার সখ্য। শুরু করেছিলেন ব্যান্ড দলের সঙ্গে। তবে জনপ্রিয়তা বেশি পেয়েছেন এককভাবে গান গেয়ে। তারকা লিওনেল রিচির লেখা বিখ্যাত গান ‘লেডি’ গেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন কেনি রজার্স। ‘ইউএসএ টুডে’ ও ‘পিপল’ ম্যাগাজিনের জরিপে সর্বকালের সেরা জনপ্রিয় সংগীতশিল্পী হন কেনি। তার দুটো অ্যালবাম ‘দ্য গ্যাম্বলার’ আর ‘কেনি’ কান্ট্রি মিউজিকের সর্বকালের সেরা ২০০ অ্যালবামের তালিকায় ঠাঁই করে নিয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর