রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা আতঙ্কে বন্ধ বিখ্যাত কফি হাউস

শোবিজ প্রতিবেদক

করোনা আতঙ্কে বন্ধ বিখ্যাত কফি হাউস

প্রতিষ্ঠার ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ হলো কলকাতার সেই বিখ্যাত কফি হাউস। তাও করোনা আতঙ্কে সাময়িকভাবে। ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। কয়েক যুগ আগে মান্না দের এই গান তোলপাড় ফেলেছিল সংগীতপ্রেমীদের হৃদয়ে। গিটার হাতে বহু তরুণ তখন কফি হাউসে বসেই আড্ডা দিত। গলায় থাকত গৌরী প্রসন্ন মজুমদারের লেখা নিখিলেশ, মইদুল, ডি সুজা, রমা রায়ের কথা। তাদের আড্ডা সময়ের স্রোতে হারিয়ে যায়। কিন্তু সেই ‘কফি হাউস’ হারায়নি। বছরের পর বছর কলেজ স্ট্রিটে মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে ঐতিহ্যবাহী ‘কফি হাউস’। কিন্তু কফি হাউসের সেই ইতিহাস বদলে দিল করোনাভাইরাস। এই আতঙ্কের জেরে ৩১ মার্চ পর্যন্ত কফি হাউস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

করোনা আতঙ্কে ত্রস্ত গোটা দেশ। একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে। কলকাতায় ইতিমধ্যে দুজনের শরীরে করোনাভাইরাসের প্রমাণ পাওয়া  গেছে। তাদের দুজনকেই বেলেঘাটা আইডির আইসোলেশনে রাখা হয়েছে। শহরে এমন দুটি ঘটনার পর আর ঝুঁকি নিতে চায়নি কফি হাউস কর্তৃপক্ষ। তাই ৩১ মার্চ পর্যন্ত ‘কফি হাউস’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তবেই ‘কফি হাউস’ খোলা হবে।

 

 

সর্বশেষ খবর