সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

আশ্রয়হীনদের পাশে কান

শোবিজ ডেস্ক

করোনাভাইরাসের কারণে এবার পিছিয়ে গেছে কান আয়োজন।

উৎসবের আরেক ভেন্যু কান টাউন হল সাগরপাড়ের শহরটির আশ্রয়হীন মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে, লকডাউন চলাকালে যাদের কোথাও যাওয়ার জায়গা নেই। ২০ মার্চ থেকে নিরুপায় লোকজনকে ভবনটিতে থাকতে দেওয়া হচ্ছে। কানের মেয়র ডেভিড লিসনার্ড এই সিদ্ধান্ত নিয়েছেন।

কান টাউন হলের মুখপাত্র ডমিনিক ওঁদ লাসেত জানান, প্রতিদিন ৫০ থেকে ৭০ জন মানুষ রাতে এখানে ঘুমাচ্ছেন। প্রবেশপথে মাস্ক পরা একজন কর্মী প্রত্যেক গৃহহীনের শরীরের তাপমাত্রা প্রতিবার পরখ করে ঢুকতে দেন। ভিতরে খাবার ও গোসলের আলাদা জায়গা আছে। এছাড়া টেলিভিশন ও গেমস উপভোগের সুযোগ রেখেছে কান টাউন হল কর্তৃপক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর