শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৭০ এ চিরসবুজ নায়ক আলমগীর

শোবিজ প্রতিবেদক

৭০ এ চিরসবুজ নায়ক আলমগীর

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি চিরসবুজ নায়ক আলমগীরের আজ ৭০তম জন্মদিন। যেহেতু আজ তিনি সত্তর বছর পূর্ণ করছেন, তাই দিনটিকে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল তার। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিপর্যস্ত অবস্থায় তিনি তার সেই পরিকল্পনা থেকে দূরে সরে আসেন। বিগত বেশ কিছুদিন যাবৎ তিনি তার নিজ বাসায়ই নিরাপদে অবস্থান করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমার এই জন্মদিন পালন করছি না। এমনকি কোনো ধরনের কেকও কাটছি না। আমি দেশের মানুষের কাছে অনুরোধ করতে চাই, আপনারা বাসায় থাকুন। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য আপনারা বাসায় থাকুন। অনেক বিশেষজ্ঞ ডাক্তার এই রোগটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছেন, আপনারা তাদের কথা মেনে চলুন।’ ১৯৫০ সালের ৩ এপ্রিল আলমগীরের জন্ম হয় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে। তার শৈশব-যৌবন কেটেছে তেজগাঁও এলাকায়। বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও গত ৮ ডিসেম্বর আজীবন সম্মাননাপ্রাপ্ত বরেণ্য এই নায়ক আরও বলেন, বিশ^ব্যাপী করোনাভাইরাসের কারণে বিশ^মানবতা আজ হুমকির সম্মুখীন। আমরা সবাই এমন একটি শত্রুর সঙ্গে যুদ্ধ করছি প্রতিনিয়ত, যে শত্রুকে আমরা আসলে দেখতে পাচ্ছি না। তাই এই যুদ্ধটা অনেক কঠিন এক যুদ্ধ। যে কারণে আমাদের সবাইকে ঘরে থেকেই নিরাপদে থেকে এই ভাইরাসকে মোকাবিলা করতে হবে। বারবার হাত ধুতে হবে। সরকারের বিধিনিষেধ আন্তরিকতার সঙ্গে মেনে চলতে হবে। তাহলেই আমরা এই যুদ্ধে জয়ী হতে পারব ইনশাআল্লাহ। আর আমি সবার জন্য দোয়া করছি যেন সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও আমার পরিবারকে নিয়ে ভালো থাকি। ২০১৮ সালে নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ সিনেমা নির্মাণ করেন। সিনেমাটিতে অভিনয় করেছিলেন আলমগীর, সাদেক বাচ্চু, আরিফিন শুভ, ঋতুপর্ণাসহ অনেকে। এই সিনেমায়ই সংগীতশিল্পী রুনা লায়লার একজন সুরকার হিসেবে অভিষেক ঘটে। সুরকার হিসেবে অভিষেক হয়েই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর