সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আজ থেকে কোথাও কেউ নেই

শোবিজ প্রতিবেদক

আজ থেকে কোথাও কেউ নেই

করোনাভাইরাসের কবলে ‘ঘরবন্দী’ দর্শকদের একঘেয়েমি কাটাতে আজ থেকে বিটিভিতে প্রচার শুরু হচ্ছে নব্বই দশকের নন্দিত ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’। ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের রচনায় ১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এ ধারাবাহিকের নির্দেশনা দেন বরকত উল্লাহ। এর সঙ্গে বিটিভির আরেক নন্দিত ধারাবাহিক ‘বহুব্রীহি’ প্রচারের পরিকল্পনার কথাও জানালেন বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ। তিনি বলেন, ‘আমাদের দর্শকদের কাছে সিরিয়াল দুটি খুবই জনপ্রিয়। করোনাভাইরাসের এই ‘ঘরবন্দী’ অবস্থায় মানুষ যেন একটু স্বস্তিতে থাকেন, বিনোদন খুঁজে পান সে কারণেই এগুলো প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।’ এতে ‘বাকের ভাই’ চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। এতে মুনা চরিত্রে সুবর্ণা  মোস্তাফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরীদিসহ আরও অনেকে অভিনয় করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর