মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

১ লাখ চলচ্চিত্র ও টিভি কর্মীর পাশে অমিতাভ

শোবিজ ডেস্ক

১ লাখ চলচ্চিত্র ও টিভি কর্মীর পাশে অমিতাভ

করোনাভাইরাস মহামারীর কারণে অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের ১ লাখ চলচ্চিত্র ও টেলিভিশনকর্মীর পরিবারকে প্রতি মাসে রেশন দেবেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তার এই পদক্ষেপে সহায়তা করবে সনি পিকচার্স নেটওয়ার্কস ও কল্যাণ জুয়েলার্স। রবিবার  সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এনপি সিং এক বিবৃতিতে বলেন, ‘আমরা নজিরবিহীন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি। এর পরিপ্রেক্ষিতে অমিতাভ বচ্চন ‘উই আর ওয়ান’ শীর্ষক একটি উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ভারতজুড়ে নিম্ন আয়ের ১ লাখ চলচ্চিত্র ও টেলিভিশনকর্মীর পরিবারকে রেশন তথা খাদ্য জোগান দেওয়া হবে।’ সনি পিকচার্স নেটওয়ার্কস কর্তৃপক্ষ জানায়, অমিতাভকে নিয়ে ভারতের শীর্ষস্থানীয় হাইপারমার্কেট ও মুদি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছেন তারা। এর মাধ্যমে অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের যাচাই করা কর্মীদের কাছে ডিজিটাল বারকোডযুক্ত কুপন বিতরণ করা হয়েছে। এছাড়া অভাবীরা আর্থিক সহায়তাও পাচ্ছেন। ২০১০ সাল থেকে সনি টিভির রিয়েলিটি গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন বিগ বি। তাই সনি পিকচার্স নেটওয়ার্কসের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের। অন্যদিকে কল্যাণ জুয়েলার্সের বিজ্ঞাপনচিত্রে বচ্চন পরিবারের প্রায় সবাই মডেল হয়েছেন। ৭৭ বছর বয়সী এই অভিনেতা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেনে প্রতিষ্ঠান দুটি একাত্মতা প্রকাশে আর দেরি করেনি। এদিকে ‘ফ্যামিলি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে দেখা যাবে অমিতাভকে।

সর্বশেষ খবর