বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুশ্চিন্তায় ববিতা

শোবিজ প্রতিবেদক

দুশ্চিন্তায় ববিতা

করোনার এই দিনগুলো বেশ দুশ্চিন্তায় আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। কারণ তার একমাত্র ছেলে আছেন কানাডায়। দুই ভাই ও বোন সুচন্দা আছেন আমেরিকায়। তাদের জন্য তিনি দোয়া চেয়েছেন যেন তারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ববিতা বলেন, ‘এই মুহূর্তে আল্লাহর কাছে একটি প্রার্থনাই করছি আল্লাহ যেন আমাদের করোনা থেকে মুক্ত রাখেন, আমাদের দেশে করোনা যেন খুব বেশি প্রভাব ফেলতে না পারে। সাধারণ মানুষ যেন যথাযথভাবে তাদের সাহায্য-সহযোগিতা পেয়ে বেঁচে থাকতে পারেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন।’ অন্যদিকে তিন যুগের পথে ববিতা অভিনীত ছবি ‘চোর’ চলচ্চিত্রটি। ১৯৮৫ সালের ২৬ জুলাই ‘চোর’ সিনেমাটি দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পায়। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেই ‘চোর’ সিনেমা ব্যবসা করে সাড়ে পাঁচ কোটি টাকার ওপরে, জানান গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল। ‘চোর’ সিনেমায় আক্কাস নামের একজন পকেটমারের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন ববিতা। সেই সময় ববিতার মাথায় ক্যাপ এবং প্যান্ট-শার্ট পরিহিত স্টালিস্ট ববিতার অনবদ্য অভিনয় দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন প্রয়াত নায়করাজ রাজ্জাক, সুচন্দা, সোহেল রানা, প্রয়াত নায়ক জাফর ইকবাল, আড়ালে থাকা নায়িকা রানী, প্রয়াত রাজ, নাসির খানসহ আরও অনেকে। সিনেমাটিতে ববিতার লিপে ‘আমার টাকা আছে ভাই পাবলিকের পকেটে’ গানটি সেই সময় সারা দেশে আলোড়ন সৃষ্টি করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর