শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে সিসিমপুর

শোবিজ প্রতিবেদক

করোনা নিয়ে সিসিমপুর

করোনায় কাঁপছে বিশ্ব। কিছুদিন হলো আক্রান্ত হয়েছে বাংলাদেশও। দেশের সব শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সিসেমি ওয়ার্কশপ (সিসিমপুরের মাদার অর্গানাইজেশন) তৈরি করেছে নতুন অ্যানিমেটেড জনসচেতনতামূলক (পিএসএ) ভিডিও। পাশাপাশি এই ভিডিওগুলো পৃথিবীর ১৯টি ভাষায় ডাবিং করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম। বাংলা ভাষায় ডাবকৃত ভিডিওগুলো দেশের টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হবে। ডাবিংকৃত ভিডিও দেখানো হবে বিশ্বের অন্যান্য দেশে। মোহাম্মদ শাহ আলম জানান, নতুন ভিডিওগুলোতে থাকছে এলো মোর হাত ধোয়ার নতুন গান। আর সিসিমপুরের বন্ধুরা শেখাবে হাঁচি দেওয়ার সঠিক নিয়ম এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে কীভাবে অন্যের খেয়াল রাখা যায়। মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর সবসময়ই শিশু ও তাদের পরিবারের পাশে আছে। সেটা যে কোনো উৎসবে হোক, আর দুর্যোগেই হোক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর