রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাময়িক বন্ধ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-২’

শোবিজ প্রতিবেদক

সাময়িক বন্ধ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-২’

করোনাভাইরাসের প্রভাবে এবার সাময়িক সম্প্রচার বন্ধ হলো দেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজ নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-২’-এর। খবরটি নিশ্চিত করেছেন প্রযোজক ধ্রুব গুহ। গেল বছরের নভেম্বর থেকে নাটকটি সম্প্রচার হয়ে আসছিল বাংলাভিশনে। একই সময়ে এটি উন্মুক্ত হচ্ছিল ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। বলা হয়ে থাকে, গেল কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় ধারাবাহিকের তকমা পায় এই সিরিজটি। প্রথম সিজন পেরিয়ে দ্বিতীয় সিজন আরও জনপ্রিয় হয়ে ওঠে। চলমান হোম কোয়ারেন্টাইন সময়ে নাটকটির দর্শক আরও বেড়েছে বলে খবর মিলেছে। নির্মাতা ও প্রযোজকের প্রস্তুতি ছিল মে মাস পর্যন্ত ধারাবাহিকটি নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার। শুটিং বন্ধের আগেই সেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু সেসব প্রস্তুতি ভেস্তে গেল। প্রযোজক, পরিচালক ও চ্যানেল কর্তৃপক্ষ যৌথভাবে ৫৭ পর্বে এসে এটির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে নাটকটির প্রযোজক ধ্রুব গুহ বলেন, ‘দেশটা তো আসলে ভালো নেই। প্রতিটি মানুষ আছে জীবনের শঙ্কা নিয়ে। তবু আমাদের এ নাটকটি মানুষকে দম নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছিল। কিন্তু আমরা নাটকটি সম্প্রচার রক্ষা করতে পারিনি নানা কারণে। আমাদের হাতে বেশ কিছু ফুটেজ ছিল। কিন্তু এই পরিস্থিতিতে এই ফুটেজগুলো এডিট ও কালার করতে পারছি না। কিন্তু আমি বলতে পারি পরিস্থিতি ঠিক হলে আমরা আবারও সিরিজটি শুরু করব।

সর্বশেষ খবর