সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পাঁচফোড়নে চঞ্চলের গান

শোবিজ প্রতিবেদক

পাঁচফোড়নে চঞ্চলের গান

ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। পয়লা বৈশাখ উপলক্ষে নির্মিত এই বিশেষ পাঁচফোড়নের উপস্থাপনা সাজানো হয়েছে বর্তমানের বৈশি^ক দুর্যোগ করোনায় আক্রান্ত নববর্ষ উদযাপন নিয়ে। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে দুটি। একটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। গানটি লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। পরিবেশন করেছে ধ্রুবতারা ব্যান্ড। এছাড়াও সংগৃহীত কথায় কানাই লাল শীলের সুরে পল্লীগীতি ‘মাঝি বাইয়া যাওরে...’ নতুন সংগীতায়োজনে গেয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি বিশেষ করে  বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়াও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের সমীরণ দত্তের পরিত্যক্ত গাছের শিকড় দিয়ে বানানো চমৎকার নকশার প্রয়োজনীয় আর ব্যবহার্য বিভিন্ন শিল্পকর্মের ওপর একটি চমৎকার প্রতিবেদন। এবারও বৈশাখের ওপর বেশ কটি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন-আবদুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, জাহিদ শিকদার, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, সুজাত শিমুল, অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ এপ্রিল রাত ৮টায় শুধু এটিএন বাংলায়। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর