শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় নওশাবার বিশ্বব্যাপী প্রজেক্ট

শোবিজ প্রতিবেদক

করোনায় নওশাবার বিশ্বব্যাপী প্রজেক্ট

হঠাৎ করেই যেন থমকে গেছে পৃথিবী। মানবতার এই নড়বড়ে সময় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের সংগঠন ‘টুগেদার উই ক্যান’ সব গৃহবন্দী মানুষের মনোবলকে বাড়াতে আয়োজন করেছে ঘরে বসে সৃজনশীল প্রতিযোগিতার। ‘আর্ট ফর টুগেদারনেস’ শীর্ষক এই আয়োজনের স্লোগান ‘দূরে থেকেও জুড়ে থাকি... শিল্পের শক্তিতে।’ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই ছোট গল্প-কবিতা, শিশু আঙিনা, স্বল্পদৈর্ঘ্য, ফটোগ্রাফি, চিত্রকর্ম-ভাস্কর্য ও অলঙ্করণ-কার্টুন প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এতে আছেন উপল সেনগুপ্ত, গৌরব চ্যাটার্জি, পাঞ্জাবি গায়ক রাজা কাশেফ, বাংলাদেশের নির্মাতা নূরুল আলম আতিক, দীপংকর দীপন, মেসবাউর রহমান সুমন, অভিনেত্রী বন্যা মির্জা, কার্টুনিস্ট আহসান হাবিবসহ অনেকে।

সর্বশেষ খবর