শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক গানে দুই বাংলার শিল্পী

শোবিজ প্রতিবেদক

এক গানে দুই বাংলার শিল্পী

১৯৪৭ সালে প্রায় দেড় কোটি মানুষকে বাস্তুচ্যুত করা হয় কাঁটাতারের বেড়া তুলে। ভারত থেকে মুসলমানরা পাকিস্তানে। আর পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে আসতে থাকে। এরকম ভাবনা থেকেই মাহিরী বসু লিখলেন একটি গান, ‘আমরা যে এক বাংলা ভাষায়’। বাঁধলেন সুর। এই গান এপার বাংলা (পশ্চিমবঙ্গ) ও ওপার বাংলার (বাংলাদেশ) প্রকৃতি, অনুভব ও ভাষার সম্প্রীতি চেতনার কথা বলে। ভারত থেকে এই গানে অংশগ্রহণ করেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, ইমন চক্রবর্তী, মালবিকা সেন, শম্পা কুন্ডু, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, সৌম্য বসু, রহেন বসু এবং মাহিরী বসু স্বয়ং। বাংলাদেশি শিল্পীরা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বাপ্পা মজুমদার, অবন্তী সিঁথি, পৃথ্বীরাজ, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ।

সর্বশেষ খবর