রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জুয়েল আইচের ‘করোনা মারার জাদু’

শোবিজ প্রতিবেদক

জুয়েল আইচের ‘করোনা মারার জাদু’

জাদুকর জুয়েল আইচ চলমান করোনাভাইরাস মহামারী থেকে মানুষকে রক্ষা করার জন্য বিশেষ জাদু নিয়ে হাজির হয়েছেন। ১৭ এপ্রিল নিজের ফেসবুক দেয়ালে সেটি প্রকাশ করেছেন। জাদুটি মূলত তিনি তুলে ধরেছেন ছড়ার ছলে। ছড়াটির নাম ‘করোনা মারার জাদু’। মাস্ক পরা একটি ছবিসহ প্রকাশ করা বিশেষ এ ছড়াটি হলো এমনÑ ‘কালোজিরা মধু, করোনা মারার জাদু। গরম জলে লেবু, কভিড হবে কাবু। কাঁচা রসুন খেলে ভাইরাস যাবে চলে। নিমপাতার চা, গরম গরম খা। সব ওষুধের দাদা, নামটি তার আদা। তুলসীপাতা মেথি, বিশ্বজোড়া খ্যাতি। লবঙ্গ তেজপাতা, ফুসফুস হলে ব্যথা। এলাচি দারচিনি, খাবে প্রতিদিনই। বাষ্প পানির ভাপ, শুকনো কাশি মাফ। করলে বেশি দান, শান্তি পাবে প্রাণ।’ ছড়াটি প্রকাশের পর ১০ ঘণ্টায় দেড় শতাধিক মন্তব্য পড়েছে। যেখানে এই জাদুকর ভেসেছেন প্রশংসার জোয়ারে। ছড়াটি সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য পাওয়া না গেলেও জানা যায়, ‘গেল তিন সপ্তাহ ধরেই তিনি অবস্থান করছেন নিজ বাসায়। আছেন নিরাপদে। মেনে চলছেন করোনা মারার জাদু।’

সর্বশেষ খবর