সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউনে তাহসানের ইংরেজি গান

শোবিজ প্রতিবেদক

লকডাউনে তাহসানের ইংরেজি গান

এক মাসেরও বেশি সময় ধরে স্বেচ্ছাবন্দিত্বে আছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান। বাংলা ভাষায় এরই মধ্যে বেশকিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার তাহসান কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ৬টি ইংরেজি গানে। শুধু কণ্ঠই দেননি, এই গায়ক নিজে সুর তুলেছেন পিয়ানোতে। এমন তথ্যে যারা কিছুটা অবাক হয়েছেন তারা চোখ বুলিয়ে আসতে পারেন তাহসানের ইনস্টাগ্রামে। সেখানেই দেখা মিলবে এই দৃশ্যের। এ প্রসঙ্গে তাহসান জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে গানের প্রতি মানুষের মনোযোগ কম। তবে ইনস্টাগ্রামে পিয়ানো বাজিয়ে পছন্দের কিছু ইংরেজি গান কভার করে প্রকাশ করেছি। অবশ্য সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।’ তিনি আর বলেন, ১৪ মার্চ থেকে আমি আমার মায়ের বাসায় পরীবাগে আছি। দুই-একবার বাজার করতে বের হয়েছি, এছাড়া সারাক্ষণ বাসায়ই আছি। টানা ১২ দিন বাসা থেকে বের হইনি, এমনটা আগে কখনোই হয়নি। মাঝে মধ্যে পিয়ানো, কি-বোর্ড নিয়ে বসি। তবে এ অবস্থায় গান করা খুব কঠিন, মন টানে না। মাঝে মধ্যে মাকে সহযোগিতা করছি। মাছ, মুরগি রান্না করছি। নানা বিষয়ে পড়ছি। অনলাইনে কিছু কোর্স করেছি। ভালো ভালো কিছু গান, নাটক ও সিনেমা উপভোগ করছি।

সর্বশেষ খবর