সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এক কবিতায় ২১ শিল্পীর কণ্ঠ

শোবিজ প্রতিবেদক

এক কবিতায় ২১ শিল্পীর কণ্ঠ

মহামারী করোনা সংকট মানুষের বোধের শিকড়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে বেঁচে থাকার অর্থও যেন পাল্টে গেছে। পাল্টে যাওয়া জীবনের উপলব্ধির কথা কবিতায় জানালেন দর্শকপ্রিয় ২১ জন প্রবাসী শিল্পী। ‘এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচব/ সবাইকে জড়িয়ে ধরে, অনেক করে কাঁদব’- এমন পঙক্তিমালায় সাজানো হয়েছে কবিতাটি। এটি রচনা করেছেন সহস্র সুমন। শিল্পীদের এই দীর্ঘ তালিকায় রয়েছেন আশি ও নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় মুখগুলো। তাদের সবাই এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। বিশ্বের নানা প্রান্তে থেকেও একটি সুতায় মালার মতো এক হয়েছেন তারা। আবৃত্তিতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- তানিয়া আহমেদ, মোনালিসা, রুমানা, জামাল উদ্দিন হোসেন, মিলা হোসেন, শামীম শাহেদ, শিরীন বকুল, শ্রাবন্তী, কাজী উৎপল, তমালিকা কর্মকার, ডলি জহুর, শামসুল আলম বকুল, প্রিয়া ডায়েস, মহসিন রেজা, হিল্লোল, আফরোজা বানু, নওশীন নাহরিন মৌ, খাইরুল ইসলাম পাখি, রওশন আরা, টনি ডায়েস ও লুৎফুন নাহার লতা। প্রত্যেক শিল্পী নিজ নিজ ঘরে থেকে কবিতা আবৃত্তির ফুটেজ পাঠিয়ে দেন যুক্তরাষ্ট্র প্রবাসী টনি ডায়েসের কাছে। সেসব ফুটেজ নিয়ে তৈরি হয়েছে একটি ভিডিও। যুক্তরাষ্ট্র প্রবাসী নওশীন নাহরিন মৌয়ের পরিকল্পনায় এটি পরিচালনা করেছেন টনি ডায়েস। শনিবার রাতে ফেসবুকে উন্মুক্ত করা হয়েছে ভিডিওটি। করোনা সংকটে যারা সামনে থেকে যুদ্ধ করছেন তাদের এটি উৎসর্গ করা হয়েছে।

সর্বশেষ খবর