শিরোনাম
বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সত্যজিৎ স্মরণে ওয়েব সেমিনারের আয়োজন

শোবিজ প্রতিবেদক

সত্যজিৎ স্মরণে ওয়েব সেমিনারের আয়োজন

১৯৯২ সালের ২৩ এপ্রিল পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। এ কিংবদন্তি নির্মাতার স্মরণে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশে আয়োজন করা হয়েছে একটি ওয়েব সেমিনারের। করোনার মধ্যে সঙ্গনিরোধ করেই আলোচকরা অনলাইনের মাধ্যমে সেমিনারটিতে অংশ নেবেন। জেসিআই ঢাকা ওয়েস্ট এবং রে সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘রিমেমবারিং সত্যজিৎ-লাইফ অ্যান্ড সিনেমা’ শিরোনামে ওয়েব সেমিনারটি অনুষ্ঠিত হবে।   সিনেমারে আলোচক হিসেবে যুক্ত হবেন মুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট বেলায়াত হোসেন মামুন, কলকাতার বিশিষ্ট সাংবাদিক ও সত্যজিৎ সংগ্রাহক-গবেষক বাণীব্রত মুখোপাধ্যায় এবং রে সোসাইটি অব বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও জেসিআই বাংলাদেশ-এর জিএলসি মুহাম্মাদ আলতামিশ নাবিল। সেমিনারটি বুধবার রাত ৮টায় জেসিআই ঢাকা ওয়েস্টের ফেসবুক পেজে লাইভ করা হবে।

সর্বশেষ খবর