বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভাইবোনের কণ্ঠে প্রার্থনা সংগীত

শোবিজ প্রতিবেদক

ভাইবোনের কণ্ঠে প্রার্থনা সংগীত

২০১১ সালে খ্যাতিমান সংগীতব্যক্তিত্ব বশির আহমেদ একটি ‘প্রার্থনা সংগীত’ লিখেছিলেন ও সুর করেছিলেন। কিন্তু গানটি প্রকাশ করে যেতে পারেননি। এবার সেই অপ্রকাশিত গান নিয়ে কণ্ঠে তুলেছেন মেয়ে হুমায়রা বশির ও ছেলে রাজা বশির। ‘মওলা জানে আল্লাহ জানে’ শীর্ষক সেই প্রার্থনা সংগীতটি সম্প্র্রতি রেকর্ড হয়েছে ভাই-বোনের কণ্ঠেই। ১৯ এপ্রিল ছিল বশির আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষেই বাবাকে উৎসর্গ করে গানটি গেয়েছেন তারা। নিজেদের হোম স্টুডিও সারগাম সাউন্ড স্টেশনে রাজা বশিরের সংগীতায়োজনে ধারণ করা হয় গানটি। আধ্যাত্মিক ধারার এ গানে অস্ট্রেলিয়া থেকে গিটার বাজিয়েছেন স্টিভ শংকর। গানটি সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে।

সর্বশেষ খবর