শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সুদিনের প্রত্যাশায় তারা....

শোবিজ প্রতিবেদক

সুদিনের প্রত্যাশায় তারা....

বাঁ থেকে মিম, বাঁধন, মৌসুমী ও ঈশিতা

পুরো পৃথিবীতে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘরবন্দী সময় কাটাচ্ছেন মৌসুমী, ঈশিতা, বাঁধন ও বিদ্যা সিনহা মিম। সুদিনের প্রত্যাশা করছেন তারা সবাই। মৌসুমী বলেন, ‘নতুন পৃথিবীতে হয়তো আমরা কেউ থাকব, কেউ থাকব না। করোনাভাইরাসের সঙ্গে যে যুদ্ধ, তাতে আমাদের জিততেই হবে। কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। সবার জন্য শুভ কামনা।’ ঈশিতা বলেন, ‘সত্যি বলতে কী আমাদের তো ঘরে থাকার কথা। সরকার বাসায় বাসায় গিয়ে আমাদের ঘরবন্দী করে রাখতে পারবে না। আমরা যারা প্রাপ্তবয়স্ক, আমাদের ভালো-মন্দটা নিজেদেরই বুঝতে হবে। আমার দুই সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যেই নিরাপদে অবস্থান করছি। আমি বিশ^াস করি সুন্দর দিন ভালো দিন আবার ফিরে আসবে ইনশাল্লাহ।’ বাঁধন বলেন, ‘বাসায় আমার বাচ্চা এবং বাবা-মাকে বেশি সময় দিচ্ছি। নিজের প্রতিও খেয়াল রাখছি। আমাদের মিডিয়ার আগামী দিন কেমন হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটা বলতে পারি, আমরা একটা নতুন পৃথিবীতে প্রবেশ করব। সবার উদ্দেশে আমি একটি কথা বলতে চাই। আর তা হলো- প্রত্যেক নাগরিকের দায়িত্ব বাসায় থেকে সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা। আর সবারই যার যার অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করা-যাতে যারা অভাবে আছে তাদের যেন কষ্ট লাগব হয়। আমাদের উচিত পশুপাখিকেও খাবার-পানি দিয়ে সহযোগিতা করা।’ মৌসুমী, ঈশিতা, বাঁধন ও মিম যারা এই দুর্যোগে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কাজ করছেন তাদের (আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, ডাক্তার, নার্স, সাংবাদিক) শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

সর্বশেষ খবর