বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

দুই বাংলার আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ

শোবিজ প্রতিবেদক

দুই বাংলার আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ

সিঙ্গাপুরের বাঙালি শ্রমজীবীদের জন্য উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। তাদের জন্য প্রচারিত হতে যাচ্ছে দুই বাংলার তারকাদের নিয়ে ‘আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজ’ নামের একটি অনুষ্ঠান। এতে যুক্ত হয়েছেন বাংলাদেশ-ভারতের বিনোদন অঙ্গনের তারকারা। সচেতনতামূলক এ অনুষ্ঠানে তারকারা বলবেন তাদের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প, কেউ শোনাবেন গান, কেউ পড়বেন কবিতা। দুই দেশের ছয়জন তারকাকে নিয়ে ধারণ করা হচ্ছে অনুষ্ঠানটির ছয়টি পর্ব। এই তারকারা হলেন- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, লোপামুদ্রা মিত্র, ফেরদৌস আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। এই ছয় তারকা ছয়টি ভিন্ন বিষয় নিয়ে ভিডিওতে উপস্থিত হবেন। অনুষ্ঠানটি পরিচালনা করছেন কলকাতার সার্থক দাশগুপ্ত। অনুষ্ঠানটির প্রযোজক ভারতের শ্রেয়সী সেন জানিয়েছেন, তারকাদের জীবনের ওপর ভিত্তি করে অনুষ্ঠানের প্রতিটি পর্ব। একেকটি পর্ব প্রচারের পর সেই পর্ব ধরে ধরে শ্রমিকদের তাদের জীবনের গল্প লিখতে বলা হবে। একটি ওয়েব পোর্টালে সেই গল্প জমা দিতে হবে। বাছাইকৃত সেরা পাঁচটি গল্প ইংরেজিতে অনুবাদ করে দেওয়া হবে সিঙ্গাপুর সরকারকে। সেখান থেকে দুটি গল্প নিয়ে নির্মিত হতে পারে চলচ্চিত্র। সিঙ্গাপুর সরকারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েব পোর্টালে প্রতি সপ্তাহে দেখা যাবে আওয়ার স্টোরিজ ইউর স্টোরিজের একটি করে পর্ব। একই সঙ্গে সরকারের কাছে সংরক্ষিত শ্রমজীবীদের হোয়াটসঅ্যাপেও চলে যাবে পর্বগুলো।

সর্বশেষ খবর