শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

৫০ বছরে চিত্রনায়ক নাঈম

শোবিজ প্রতিবেদক

৫০ বছরে চিত্রনায়ক নাঈম

১৯৭০ সালের আজকের দিনে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’খ্যাত নায়ক নাঈমের জন্ম হয়। তার বাবা খাজা মুরাদ হাফিজ উল্যাহ ও মা আসিয়া পন্নী। একদিন এহতেশাম নাঈমের বাবার কাছে গিয়ে তার ছেলেকে ‘চাঁদনী’ সিনেমার হিরো’র প্রস্তাব দেন। নাঈমের বাবা রাজি হন। নাঈমের বিপরীতে শাবনাজকে নিয়ে নির্মিত হয় ‘চাঁদনী’। মুক্তি পেল ১৯৯১ সালের ৪ অক্টোবর। টানা প্রায় চার মাস সিনেমাটি দেশের হলে হলে চলেছিল। বাংলাদেশের সিনেমায় তরুণ নায়ক-নায়িকার সফল অভিষেক হয় ‘চাঁদনী’র মধ্য দিয়েই। সিনেমায় নাঈম-শাবনাজের অভিনয়, সিনেমার গান সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এহতেশামেরই ‘চোখে চোখে’ সিনেমার শুটিংয়ে প্রেমে পড়েন নাঈম-শাবনাজ। তারপর তারা জুটি হয়ে অনেক সিনেমায় অভিনয় করেছেন। নাঈম সর্বশেষ আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় অভিনয় করেন। আজ নাঈম জীবন চলার পথে পঞ্চাশ বছর পূর্ণ করতে যাচ্ছেন। দিনটিকে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনাভাইরাসের কারণে কিছুই করা হচ্ছে না। নাঈম বলেন, ‘আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার বাবা-মা, শ্রদ্ধেয় পরিচালক এহতেশাম, চাঁদনীর প্রযোজকসহ এই সিনেমা সংশ্লিষ্ট সবাইকে। যতগুলো সিনেমায় অভিনয় করেছি প্রত্যেক সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পীসহ সিনেমার প্রত্যেককে শ্রদ্ধাভরে স্মরণ করছি। রইল আমার ভক্ত-দর্শকদের প্রতি ভালোবাসা। আমার স্ত্রী শাবনাজকে ধন্যবাদ আমার জীবনটাকে সুন্দর করে দেওয়ার জন্য।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর