শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

রবীন্দ্র নিবেদিত প্রাণ তৈরিতে ব্যস্ত অণিমা রায়

শোবিজ প্রতিবেদক

রবীন্দ্র নিবেদিত প্রাণ তৈরিতে ব্যস্ত অণিমা রায়

এই দুর্যোগ মুহূর্তে অনলাইনের মাধ্যমে গান শেখার আগ্রহ শিক্ষার্থীদের মধ্যে অনেকাংশেই বেড়েছে বলে জানালেন অণিমা রায়। রবীন্দ্রসংগীতের প্রতি শ্রদ্ধা, ভালো লাগা নিয়েই ২০০৫ সালে  ধানমন্ডিতে অণিমা রায় গড়ে তোলেন ‘সুরবিহার’ নামে একটি সংগীত বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। আজ থেকে ছয় বছর আগে তার সেই স্বপ্নের প্রতিষ্ঠানটির আরও একটি শাখা চালু হয় রাজধানীর বনানীতে। যে কারণে প্রতিনিয়তই ‘সুরবিহার’-এর মাধ্যমে দেশে গানে নিজেদের প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার মতো শিল্পী বেড়েই চলেছে। ঠিক এই মুহূর্তে যেখানে সারা দেশ করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত, কিন্তু সেই মুহূর্তে ‘সুরবিহার’-এর শিক্ষার্থীরা অনলাইনে একটি নির্দিষ্ট সময় ক্লাসে অংশ নিয়ে গান শিখছেন। মূলত শিক্ষার্থীদের মধ্যে অনলাইনে রবীন্দ্রসংগীতে তালিম দিয়ে থাকেন প্রতিষ্ঠাতা পরিচালক অণিমা রায়।

সর্বশেষ খবর