সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

দেশে ফেরার অপেক্ষায় এন্ড্রু কিশোর

শোবিজ প্রতিবেদক

দেশে ফেরার অপেক্ষায় এন্ড্রু কিশোর

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলা গানের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রুু কিশোর এখন ভালো আছেন। যদিও করোনাময় এই সময়ে তিনি সিঙ্গাপুরে আটকা পড়ে আছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। এই সুখবরটি জানালেন এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। তিনি বলেন, ৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে ১১ মে ২০২০-গুনে গুনে কাঁটায় কাঁটায় ৮ মাস ২ দিন (২৪২ দিন) হলো দাদা সিঙ্গাপুরে চিকিৎসায়। এখন দাদার ট্রিটমেন্ট ৯৫% সম্পন্ন। তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ। এখন তিনি দেশে ফেরার মতো অবস্থায় রয়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে যদি সিঙ্গাপুর থেকে ফ্লাইট ছাড়ে! মাস খানেকের মধ্যেই তিনি দেশে আসতে পারেন সবকিছু স্বাভাবিক হলে।’ মোমিন বিশ্বাস আরও বলেন, ‘দাদার এই সুস্থতার পেছনে রয়েছে অগণিত মানুষের ভালোবাসা, আশীর্বাদ-দোয়া ও অবদান। তিনি একা কারও সম্পদ নন; তিনি দেশের সবার।’ মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এন্ড্রুু কিশোর। এর আগে সিঙ্গাপুরে হুইল চেয়ারে বসেও একটি অনুষ্ঠানে গানও শুনিয়েছিলেন। চলছিল দেশে ফেরা প্রস্তুতিও। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা আর হয়নি তখন। তবে, বিশেষ ফ্লাইটে বিদেশে আটকে পড়াদের দেশে আনছে সরকার। এমন কোনো ব্যবস্থা হলে এন্ড্রু কিশোর দ্রুতই দেশে ফিরতে পারবেন। তবে কয়েক মাস পর পর নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে আসতে হবে তাকে। এন্ড্রুু কিশোর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তিনি ঘড়হ ঐড়ফমশরহ উরংবধংব (খুসঢ়যড়সধ) তে আক্রান্ত হন। তখন থেকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হয় তাকে। এরপর একটু একটু করে সেরে উঠছিলেন। এই শিল্পী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডা. লিম সুন থাইয়ের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭৭ সালে চলচ্চিত্রে প্লে-ব্যাক শুরু করা এ গায়ক দেশের সংগীত ইন্ডাস্ট্রির একজন নিবেদিতপ্রাণ। যাকে একনামেই সবাই চেনে।

সর্বশেষ খবর