সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় বিদেশেও সাহায্য শাহরুখের

শোবিজ ডেস্ক

করোনা মোকাবিলায় বিদেশেও সাহায্য শাহরুখের

শুধু দেশের মাটিতে নয়, ভারতে থেকে এবার বিদেশের মাটিতেও করোনা মোকাবিলায় তৎপর বলিউডের কিং খান। অনেকেরই হয়তো জানা যে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও একটি দলের মালিক শাহরুখ খান। যার নাম ত্রিনবাগো নাইট রাইডার্স। ভারতে যে রকম করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নাইট রাইডার্স, তেমনই এবার ত্রিনিদাদ এবং টোবাগোতে লকডাউনের জেরে সমস্যায় পড়া দুস্থদের পাশে দাঁড়ানোর সংকল্প নিল শাহরুখের ত্রিনবাগো নাইট রাইডার্স। এক হাজার দুস্থ মানুষের হাতে টিকেআর দলের তরফে তুলে দেওয়া হবে এক হাজার খাবারের প্যাকেট। যে কাজে সে দেশের কিয়েরন পোলার্ড, ডোয়েন ব্রাভো, লেনডল সিমনস এবং সুনীল নারিনদের মতো ক্রিকেট তারকারা এগিয়ে এসেছেন। হাডকো সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এসব খাবারের প্যাকেট বিলি করবেন স্থানীয় ক্রিকেট তারকারা। শনিবার টুইট করে এই খবর প্রকাশ্যে আনলেন শাহরুখ খান স্বয়ং। ‘ত্রিনিদাদ এবং টোবাগোতে লকডাউনের জেরে সমস্যায় পড়া দুস্থদের মাঝে ১ হাজার খাবারের প্যাকেট বিলি করবে ত্রিনবাগো নাইট রাইডার্স। তোমাদের জন্য আমি গর্বিত’, লিখেছেন শাহরুখ। টিকেআর টিমের ডিরেক্টর ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে জানিয়েছেন, করোনার জন্য গোটা বিশ্বে যে সংকট উপস্থিত হয়েছে, এই কঠিন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সেই ভাবনা থেকেই এই ছোট্ট প্রয়াস।

সর্বশেষ খবর