বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০ ০০:০০ টা

মানবিক উর্বশী

শোবিজ ডেস্ক

মানবিক উর্বশী

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নাচের মাস্টারক্লাস পরিচালনা করেছেন। এতে আগ্রহীরা যোগ দিয়ে নতুন ঢঙের নাচ শিখতে পেরেছেন। একই সঙ্গে তাদের সামনে তুলে ধরা হয়েছে মেদ ঝরানোর কৌশল।

অন্তর্জালে নাচের মাস্টারক্লাস করানোর কথা ইনস্টাগ্রামে ভক্তদের জানান উর্বশী। মেদ ঝরাতে ও নাচ শিখতে আগ্রহীদের জন্য এ আয়োজন ছিল উন্মুক্ত। মাস্টারক্লাসে জুম্বা, টাবাটা ও লাতিন নাচ শিখিয়েছেন তিনি।

টিকটকে উর্বশীর মাস্টারক্লাসে ১ কোটি ৮০ লাখ মানুষের সংযোগ ঘটেছে। এর মাধ্যমে তিনি আয় করেছেন ৫ কোটি রুপি। পুরো অর্থ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের কল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন উর্বশী। তার চোখে, যে কোনো অঙ্কের অনুদানই অসামান্য। উর্বশী বলেন, ‘অভিনয়শিল্পী, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, পেশাদার অ্যাথলেট, সাধারণ মানুষসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে একসঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। সবাইকে আমাদের পাশে পাওয়া প্রয়োজন। আমরা একসঙ্গে মিলে পৃথিবীকে সহযোগিতা করতে পারি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর