শিরোনাম
শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

মিথিলার দূরে থাকা কাছের মানুষ

শোবিজ প্রতিবেদক

মিথিলার দূরে থাকা কাছের মানুষ

করোনাভাইরাসের এই করুণ সময়ে ঘরে বসে নিজের মোবাইল ক্যামেরা দিয়েই একটি শর্টফিল্মে অংশ নিয়েছেন অভিনেত্রী মিথিলা। একইভাবে তার সহ-অভিনেতা বিক্রম অংশ নিয়েছেন কলকাতা থেকে। ১২ মিনিট ৫ সেকেন্ড ব্যাপ্তীর এ শর্টফিল্মটির নাম ‘দূরে থাকা কাছের মানুষ’। বাংলাদেশ-ভারতের যৌথ অভিনেতাদের সমন্বয়ে এ শর্টফিল্মটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গল্পে দেখা যায়, করোনার এ দুঃসময়ে নীরার খবর জানতে চৌদ্দ বছর পর ফোন করেন দীপ্ত। ‘কেমন আছ?’ বলতে গিয়ে তারা বলে ফেললেন অনেক কথা। তারপর? তারপর দেখতে হবে ‘দূরে থাকা কাছের মানুষ’। এমনটাই জানালেন পরিচালক। শাহরিয়ার পলক বলেন, এ ছবির সঙ্গে যুক্ত সবাই পারিশ্রমিক ছাড়াই সংযুক্ত হয়েছে এ সময়ের লড়াই-এ। এ শর্টফিল্ম থেকে সংগৃহীত পুরো তহবিল ঢাকা সিনেশ্রমিক এবং কলকাতা সিনেমা শ্রমিকদের কল্যাণ তহবিলে অনুদান দেওয়া হবে। ছবির প্রযোজনা করছে বাংলাদেশ থেকে প্রেক্ষাগৃহ এবং কলকাতা থেকে টিভিওয়ালা মিডিয়া। মিথিলা বললেন, প্রথমে মনে হচ্ছিল কাজটা বেশ কঠিন হবে কারণ হাতে ধরা মোবাইল ক্যামেরায় যে যার নিজের অংশটুকু শুট করেছি। তবে সেই জড়তাটা কাটতে সময় লাগেনি। কাজটা খুবই উপভোগ করেছি। আশা করি ছবিটা সবার ভালো লাগবে।

সর্বশেষ খবর